যৌবন হারানো হেমবর্ণ কথারা
কথারা যৌবন হারালে শ্রুতিনাটকে জেগে থাকে
সেইসব হেমবর্ণ কথারা শোকে নয় মজে থাকে উলঙ্গ মশকরায়
কলোনিয়ান সন্ধ্যায় কলতালায় জড়ো হয় সেইসব নারীরা
দুহাতের আড়ালে নারীর গোপন নগ্নতা ভালবাসে তারা
বৈরতায় হলুদ চাঁদ হারালে মনে পরে
কেউ বলেছিল কোনদিন এভাবে লজ্জ্যাহীনা হলে তবেই বলবে হৃদয়ের গোপন কথাটা
সেইসব যৌবনবতী কথারা তখন অশালীন কবিতা পাঠ করে
ওরা জানে, একদিন কথার গায়ে ডানা এভাবেই উড়ে যাবে মন্দিরের কার্নিসে
বৈরতায় হলুদ চাঁদ হারালে
সেদিনের সেই অঙ্গনা নারীটি ও সন্ধ্যা হওয়ার আগে ডেকে নেবে
হলুদ
ঠোঁটের হাসটিকে ,
আমি নেমে দেখব মোহিনী চোখের সেই কুসুম একা বসে পুকুর ঘাটে নির্জনে ।
=====================
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
কলকাতা 114
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন