মায়া
তেলচিটে মাথার বালিশ ,
চৌকির উত্তর-পূর্ব কোণে আটকানো মশারি টাঙ্গানোর হুক ,
সকালের অ্যালোভেরা জুসের দুশো এম এল -এর বোতল...
হাতছানি দেয় আদরবাসা লোভের !
বাঁ পা চৌকাঠ ডিঙ্গোবে এমন সময় উনুনে বসানো ভাতের হাঁড়িতে উপচে পড়ে ফ্যান
, তরকারি পোড়ার গন্ধে ঘরের বাতাসে ফিরে আসে ধুনোর সুবাস !
একশো দশ টা ঘর নিয়ে শুরু হওয়া সোয়েটারের উল-কাঁটার রণনীতি রিপ অবধি
এগোনোর পর পরিশ্রান্ত হয়ে প্রাপ্তির আশা ত্যাগ করে ।
স্থান নেয় রঙ্গীন পলিথিনে ,,,
ওদের একত্রিত বিষ নজর সংসারকে দগ্ধ করে রোজ সন্ধ্যাপ্রদীপের আলোআগুনে !
দীঘির ঠান্ডা কালচে জলে পড়ন্ত গোধূলির লালচে আলোবাষ্প মরণকে প্রত্যয়ী করে
প্রতিমুহূর্তে...
জীবন সৃষ্টির নির্বাচিত সংলাপের ধারাভাষ্যকার হয়ে !
====================
Piyanki Mukherjee
C/o Balaram Mukherjee
p.o Nawabganj
Bankimnagar
Ichhapur
pin 743144
24 pgs ( n)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন