অমর বাণী
আরে কেন মরিস তুই কেঁদে -
ভেবেছিলি কি থাকবো আমি ,
তোর কাছে চিরদিন
তোরই সাথে ঘর বেঁধে ।।
থাকতে হবেই একসাথে -
কে দিলো বল দিব্বি মাথার ,
উঠতে হবে তোর কথায়
শুতেও হবে তোরই সাথে ।।
রাখবো সব জানলা বন্ধ -
থাকবো আমি অনুগত ,
পোষা ডোবারম্যান হয়ে
কেবল তোরই প্রেমে অন্ধ ।।
বল দেখি এই সময়ে -
কে মরছে তোর ওই
প্রমিস রাখার দায়ে ,
আদর্শ প্রেম নিয়ে ।।
ইচ্ছা যা হয় করবো তাই -
থাকলে থাকিস নইলে ভাগিস ,
করিস না ঘ্যানঘ্যান
বলিসনা ন্যাকা তুই যাচ্ছেতাই ।।
শোন বলি আধুনিক বড়ো
আমার প্রেমের ডেফিনিশন -
মানলে মানো নয়তো কাটো ,
করলে করো নয়তো মরো ।।
থাক বিন্দাস ফুল উদাস -
শোনাই অমর বাণী ,
ফ্যাল মুছে চোখ
যুগের হাওয়ায় ভাস ।।
তাই বলছি কেমন করে
ভাবলি আমায় রাখবি কাছে ?
আমার সাথে থাকবি বেঁচে
রাখবি শুধু তোরই করে ।।
=====================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন