চাপা
দেশ রয়েছে নিশ্বাস এর মুখে
মামা-ভাগনে পাহাড়ের
পাথরের তলায়,
চাপা পড়ে কোনোক্রমে
প্রাণবায়ু রয়েছে,
প্রদীপ নিভে যাওয়ার
সময় হয়েছে।
কাল রয়েছে তরবারিতে বাঁধা,
প্রবহমানতা থমকে গেছে,
দেশের বিষ নিশ্বাস এর ধমনীতে,
রজনী আসলে
ভয় জাগে মনে!
কি বা হয়! কি বা হয়!
জীবন রয়েছে গাছের
শিকড়ে বাঁধা,
হাজার হাজার নিরীহ মানুষ,
গাছের শিকড়ে জীবন-যাপন করছে,
গাছ তাদের সব কিছু
শোষণ করে নিচ্ছে।
সংগ্রাম চলছে মনে-মনে,
দেশে-দেশে, মানুষে-মানুষে
ভাবে-ভাবে, টাকায়-টাকায়।
পরিবর্তন হবে,
আবার দেখা যাবে
মহামানবের
পদচিহ্ন,
কৃষ্ণ, মহঃ, যীশু, বুদ্ধ, বা কলকি
কোনো মহামানব
আবার আসবে
মহাধর্ম ভালোবাসা বিতরণ করতে
ঘৃণা দূর করতে,
গৌর দাস কই, নবপরিচয়
নব মহামানবের সনে।...
.................................
গৌর গোপাল সরকার,
নতুন হাসপাতাল পাড়া,
রামপুরহাট বীরভূম
সূচক সংখ্যা ঃ৭৩১২২৪
ফোন নং ৭৬০২৫০১১৪৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন