উদ্দাম নৃত্য
--------------
সুর, তাল, লয় - একাকার হয় ,
সুরের ঐ মুর্চ্ছনায় , শরীর দোলায়।
শরীরী ভাষা যদিও বোঝা না যায় ,
সুরেরও ঝংকার আসে না কানে ,
তবুও মঞ্চে দু'জন ঐক্যতানে ।
চলো না একসাথে শরীর দোলাই ,
রক্ , জ্যাজ, পপ্ চেটে পুটে খাই ।
তুমি আমি দু'জনে ভেলায় ভেসে যাই ।
নাইবা হল আজ রাবেন্দ্রিক হওয়া!
খুশিতে ভেসে কি যায় না যাওয়া?
পশ্চিমি ঐ কালচার আসুক না ধেয়ে!
প্রাচ্য , পাশ্চাত্য যে মেলাবে , মিলিবে ।
সংস্কৃতির এই মেল বন্ধন খুবই জরুরী,
বিশ্বনাগরিক হওয়ার দরকার, আছে বৈকি!
--------------------------------------
Shyamal Kumar Roy,
Assistant Teacher in Nabagram MPB High School ( HS ),
Nabagram, East Burdwan,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন