ঝড়
————————————
আয়লা, নার্গিস, তিতলি কতো কতো ঝড় আসে
নিরাপত্তা ঘেরা বিজ্ঞানী মহলে নাম ঠিক হয়
যারা নামকরণ করে ঝড় তাদের খুব ভয় পায়
তাই তাদের ধারে কাছেও আসে না আর
যারা তাদের নামকরণ তো দূর
তাদের নামটাও শোনেনি কোনো কালে
ঝড় তাদের উপর আছড়ায়, তাদের ভালোবাসে
আমারও কতোগুলো ঝড় আছে,
যাদের সাথে পরিচয় কয়েকটা বয়সে
কোনোটা ছোট্টবেলায় সিড়িতে হোঁচট খেয়ে
অথবা কোচিং ক্লাসের এক রমণীর প্রেমে পড়ে
কোনোটা আবার দীর্ঘজীবী বেকারত্বে ঘেরা টোপে
সেই ঝড় পাল্টে দিয়েছে আমার শহর
যেখানে জাহাজ নেমেছে চোখের বন্দরে
হয়তো কখনও ঝড় উঠে যায় মনখারাপের বিকেলে
যখন সন্ধ্যা গড়ায় বুকের ভিতর মহানগরে ডিপ্রেশনের চাদরে ৷৷
——————
নাম:- কৌশিক বড়াল
ঠিকানা:- কান্দী, মুর্শিদাবাদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন