এসো নববর্ষ
কালিদাস নস্কর
এসো নববর্ষ নতুন খাতায়
নতুন পঞ্জিকার গন্ধে
হালখাতার ঐ মিষ্টি মিঠাই হতে
এসো নবরূপে নব আনন্দে,
এনো প্রাণে নব খুশির জোয়ার
দক্ষিণা হাওয়ায় বয়ে
এ ভুবন ভবন ধরিত্রী বিশ্ব
সাজিয়ে দিও রাধা কৃষ্ণচূড়া ফুলে,
বসবে মেলা শহর গ্রামে
মেলা মানে মিলন উৎসব
একই পথ দিয়ে হাঁটবে সবাই
মুছে যাবে সব উচু নিচু ভেদাভেদ,
নববর্ষ তুমি দূর করো সব দুষ্টশক্তি
এসো গাছের নব পাতা রূপে
রোদ ঝর জল তুফানেও
যে আগলে রাখবে মোদের বক্ষ নিচে।।
****************
কালিদাস নস্কর
গ্রাম:-ওরঞ্চ,পোস্ট:-বেগমপুর,থানা:-বারুইপুর,জেলা:-দক্ষিণ 24 পরগনা,যোগাযোগ:-6297854502
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন