প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
পৃথিবী প্রদক্ষিণ করে নিজেকে
দিন থেকে রাত রাত থেকে দিন
সময়ের স্রোতে আমি প্রদক্ষিণ করি বছরকে
একই বছর দুবার আসে না
নতুন বছর আসে পুরোনো নেয় বিদায়
ঠিক যেমন
'চেরীর একই ডাল একই ঝড়ে
দু'বার দোলে না'।
চলতি বছর যায় নতুন বছর আসে
নতুনের আহ্বান পুরনোর বিদায়
শৈশব থেকে কৈশোর
যৌবন হয়ে বার্ধক্য
জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্ম
প্রদক্ষিণ করে চলে এ জীবন
নব নব রূপে নতুন বছর
নব রূপে আগমন
সময়ের স্রোতে বয়ে চলা
পুরনোর বিদায়ে নতুনকে বরণ
নতুন শিশু ছাড় পত্র পায়
নতুনের ভৈরবী পুরনোর বিদায় বেলায়
নতুন বরষে নবজন্ম আমার
পুরোনো তোমায় বিদায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন