সোহাগ মায়ায় এসো
নিরঞ্জন মণ্ডল
নতুন বছর এসো হে এসো বস দাওয়ার পর
তোমার ছোঁয়ায় শীতল হাওয়ায় ভরুক সবার ঘর।
দিন কাটে না রাত কাটে না পেটের খিদেয় যাদের
একটু দিয়ো খুশির খবর ,ভাত দু'মুঠো তাদের।
যেসব ছেলে মেয়ের রোজই পথেই গড়ায় দিন
শতেক ব্যথা না পাওয়াতেই বুক করে চিনচিন
তাদের দিয়ো স্বপ্ন ভেজা একটা দুটো রাত,
রোগ যাতনায় কাতর জনের মাথায় সোহাগ হাত।
কঠিন কাজে হাঁফায় যারা খেলার সময় ভুলে
সামনে তাদের অবকাশের দরজা দিয়ো খুলে।
একটু কোরো উজল কোমল খোস খসখস গা ;
খেত খামারে সময় ভোলা বিরাম বিহীন পা
রক্ত ঘামের আলপনা দেয় দণ্ড প্রহর পলে
শীতল পরশ বুলিয়ে দিয়ো তাদের চলাচলে।
ঢেউয়ের ঝুঁটি জাপটে যারা খিদের মানিক খোঁটে
জোয়ার স্রোতে রাত কেটে যায় দিনের আলো ফোটে,
তাদের দিয়ো সুর ঝুরঝুর অবসরের কাল
মন পবনে ভরিয়ে দিয়ো তাদের ডিঙার পাল।
নতুন বছর তোমার কাছে চাই না তেমন সুখ
একটু মায়া আবেগ দোলায় ভরিয়ে দিয়ো বুক।
চারপাশেতে ধুঁকছে যারা এড়িয়ে পরিহাস
তাদের কথা ভাবতে দিয়ো একটু অবকাশ।
গলায় দিয়ো নতুন কথার সুর কলকল গান,
ফুল ফোটানোর খেত জাগানোর অমল পিছন টান।
****************
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন