নববর্ষ
রূপালী মুখোপাধ্যায়
সারাদিনই গলদঘর্ম, সন্ধ্যে বেলায় হাওয়া
চৈত্র শেষ, বৈশাখেতে এটাই পরম পাওয়া।
গাছে গাছে ভর্তি থাকে সবুজ কিশলয়
বেলীর সুবাস ছড়িয়ে থাকে গোটা বাগান ময়।
জুঁই মাধবী দুজন মিলে গল্প করে কত
গল্প শোনার জন্য ছোটে মলয় বাতাস যত।
এগারো মাস পরে আসে নতুন বোশেখ মাস
বছরটা তো ভালো যাবে সবার মনে আশ ।
এই মাসেতেই আছে আবার কবির জন্ম তিথি
বকুল ফুলের গন্ধেভরা সকল বনবীথি ।
কুহু কুহু কোকিল ডাকে পুষ্পভরা শাখে
আম কাঁঠালে ভর্তি থাকে এই ভরা বৈশাখে।
উঠান জোড়া আলপনাতে বোশেখ বরণ করে
শুভ নববর্ষ বলে ,জড়িয়ে সবাই ধরে ।
নিয়ম করে নববর্ষ পালন করা হয়
বছর টা কি ভালো যাবে শঙ্কা যেন রয়।
********************
রূপালী মুখোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন