
জীবাশ্মহীন অ্যানথ্রাসাইট ও নতুন অক্ষর পুরুষ
নিমাই জানা
মন্দাক্রান্তা আলোর নিচে অ্যানথ্রাসাইট মেশানো অজৈব মৃতজীবী শহর ঘুমিয়ে থাকে জীবাশ্মহীন হয়ে
আমি সব বিয়োগ চিহ্নের আবছায়া কাল্পনিক মায়াময় মূর্তিকে রাতের অন্ধকার থেকে বের করে আরো একবার নব্য মন্বন্তর পরাগের দিকে নিয়ে যাই , প্রহরের পাখি শুধু দৈর্ঘ্য মেপে যায় আয়ু বড় ক্ষীন হতে থাকে রাতের তারার মতো
আমি শুধু নিশাচরের সাথে ঘুরে বেড়াই প্রাচীন জলজ রাশিচক্রের গান বক্ষস্থলে
চেয়ে দেখো সনাতন ,ফুরিয়ে যাচ্ছে কৃষ্ণকায় অলৌকিক দেহঘরের সম্বন্ধ পদ
সরল দৈর্ঘ্যের জিরাফের পিঠে বেরিয়ে যায় নগরকীর্তন আর কিছু ত্র্যম্বক চৈতন্য কথা, নতুন করে আমার পিঠ থেকে খসে পড়ে হলুদ পাতার দেহজ ফসিল ,
আমি এক নতুন বৈশাখের অবিভাজ্য ধনাত্মক রাশিচক্র ফেলে আসি নৈসর্গিক ঈশ্বরের জন্য , আরো একবার ভূগোলের প্রতিটি পৃষ্ঠা জুড়ে পরজীবী অসুখেরা নেচে উঠবে নতুন দেহ ঘরের জন্য ,
প্রাচীন গুহার ভেতর বসে কোন এক আবুল ফজল গান গাইতে গাইতে কম্বোজ থেকে মাংসল পা বের করে রোপন করবেন বিবিধ রসায়ন ক্ষেত্র
চেয়ে দেখো সূর্য , কেমন করে আরো একবার টকটকে লাল হতে পারো প্রতিটি বুবুক্ষু মানুষদের জন্য
এক মুষ্টি চালের দানায় ফুটন্ত পাণ্ডব ক্ষেত্র গড়ে তোল হে বিশুদ্ধ রজনীগন্ধা ,
ঈশ্বর আমাদের সব অপরাধ ভুলে রোপণ করবেন রোহিনী ক্ষেত্র আর কিছু অমরাবতীর চারা গাছ
জ্যোতির্ময় এসে খাবেন মৃত ঝাউ পাতার সহবাস আর এ্যালজোলাম উপসর্গ
অনন্ত চেতনার ঘুম শেষ হবে কেশব মন্দির তলায়
আমি কিছু ইমপারেটিভ সেনটেন্সের ইতিহাস কথা আর কিছু শ্বেতাঙ্গ মানুষের ত্রিভঙ্গ উচ্চারণ করি অনিন্দ্য ছায়ার নিচে মহাকাল শুধু সংখ্যাতত্ত্বের হিসাব জানেন প্রাচীন গাণিতিকের মতো
আমরা নতুন স্বরবর্ণ পুরুষের জন্য অপেক্ষায় বসে আছি ছায়াপথ ভেঙ্গে
****************************
নিমাই জানা
রুইনান , সবং, পশ্চিম মেদিনীপুর ৭২১১৪৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন