
নতুন বছর নতুন দিনে
মৃত্যুঞ্জয় হালদার
ভোর হতেই কাকা জ্যাঠা
জমিতে যায় ছুটে,
খড়ের আঁটি গোটাকয়েক
আগুন ধরায় জুটে।
নতুন বছর নতুন দিনের
সূর্য যখন হাসে,
ধোঁয়ায় ধূসর কুয়াশা যেন
জমাট চারিপাশে।
ধীরে ধীরে বাড়লে বেলা
রীতি রেওয়াজ যত,
ঘরে ঘরে বর্ষবরণ
আমোদ অবিরত।
নিম হলুদে মাখামাখি
শিল-নোড়াতে জোর,
সবার গায়ে নিম-হলুদের
আজ লেগেছে ঘোর।
দেবালয়ে পুজা আচ্চা
নতুন পোশাক পরে,
সবাই যেন সুস্থ থাকে
সমবৎসর ভরে।
পদে পদে পাকশালেতে
সুঘ্রাণে ভরপুর,
আয়েশ করে একসাথে আজ
জমজমাটি দুপুর।
বিকেলবেলা গোষ্ঠ মেলা
দলবেঁধে সব যাওয়া,
বাউল কিংবা গাজন গানে
মনের আরাম পাওয়া।
........................................................... ✍️
গড়িয়া স্টেশন রোড
ফরতাবাদ মোড়
কলকাতা-৮৪ পশ্চিমবঙ্গ ভারত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন