
নববর্ষ
সুব্রত কুণ্ডু
পয়লা বোশেখ মানেই হল নতুন বরষ,
পয়লা বোশেখ মানেই হল মনের হরষ,
উথলে ওঠে প্রাণ--
রায়বাগানে ছেলেপুলের
আমেরই সন্ধান।
পয়লা বোশেখ এলেই হবে নতুন খাতা,
জীর্ণপাতা ঝরে গিয়ে কচিপাতা,
সবুজে ভরপুর --
আমের আঁটির ভেঁপু তোলে
নতুন গানের সুর।
বোশেখ এলেই ভাঙে সবার খুশির বাঁধ,
ফিনিক ফোটা জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমা-চাঁদ,
জ্যোৎস্না মাখামাখি--
ঠাম্-মা শোনায় রূপকথা আর
আমরা চাতক পাখি।
বোশেখ মানেই চিরনতুন রবিঠাকুর,
গানে গানে হৃদয় ভরে রবীন্দ্র-সুর,
প্রাণে প্রাণে হর্ষ--
আনন্দে ও মন-খুশিতে
কাটুক নববর্ষ।
******************
সুব্রত কুণ্ডু
নবগ্রাম, রহিমপুর, হুগলী
পশ্চিমবঙ্গ, ভারত
৭১২৪০৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন