নববর্ষ মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
নববর্ষ আজ ধন্য তোমায়
ফুটিয়ে নতুন হাসি
আজও ভুলি নাই এই দিনটি
তোমায় ভালোবাসি।
সকাল বেলার রবি দেখে
উড়ছে পাখি ঝাঁক,
সব পাখিদের গানের সুরে
কোকিলের কুহ ডাক।
চার পাশের ঢাক ঢোলের
বাজছে গানের ছন্দে,
হেসে খেলে আছি মোরা
মনের আনন্দে।
------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন