নতুন সূর্য
শুভশ্রী দাস
সূর্য গেছে অস্তাচলে,
আসবে নতুন ভোর ।
পাখিরা সব ঘুমের ঘোরে,
নতুন স্বপ্নের খোঁজ ।
আড়ভাঙা চোখে,
সিঁদুর মাখা আকাশ,
বলছে এবার ওঠো ।
আসছে আজ নতুন ভোর,
নতুন করে বাঁচো ।
ভেঙে ফেল সব অনিয়ম,
কুসংস্কারের বেড়াজাল ।
নতুন করে বাঁচতে শেখো,
এগিয়ে চলো দু পা ।
যতটুকু হয়েছে,যা কিছু ঘটছে,
ভালো কিছু রেখে,ফেলে দাও গ্লানি ।
নতুন স্বপ্নের খোঁজ নাও,
নববর্ষের হাতছানি ।
_______________________________________
শুভশ্রী দাস
খড়গপুর ।পশ্চিম মেদিনীপুর ।
চিত্র ঋণঃ ইন্টারনেট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন