নববর্ষ
রাণু বর্মণ
চৈত্রের ধূলি উড়িয়ে প্রখর তাপে
শিবের সন্ন্যাসীরা,,,,,
চড়কের ব্রত শেষ করেছে।
বসন্তের বিদায়ে এসেছে নববর্ষ
নতুনের আহ্বানে চারদিক মুখরিত।
আম কাঠালের গন্ধে ভরেছে বেলা
নতুন ধুতি জামা শাড়িতে বাঙালি।
দোকানে দোকানে পড়েছে ভিড়
মাছ মাংস পিঠে মিষ্টির ,,,,
ঘরে ঘরে ভুড়ি ভোজের বিপুল আয়োজন।
মেলা গানে রঙীন আলোয় মেতে উঠেছে বর্ষবরণ।
হালখাতার শুভারম্ভ ঐ দিনে
"শুভ নববর্ষ" সম্ভাষনে আলিঙ্গন বদ্ধ একে অপরে।
চাওয়া পাওয়ার বরন ডালা সাজিয়ে
নবীন ও প্রবীণ জোঁয়ারে ভাসে নববর্ষ।
নতুন দিনে নতুন স্বপ্নের ডানায় উড়ে চলে আগামী।
__________________________________
রাণু বর্মণ
দঃ ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ,ভারত
চিত্র ঋণঃ ইন্টারনেট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন