মিলনের মেলা
বদ্রীনাথ পাল
নতুন বছর, তুমি হাসিখুশি এসো-
পিছে যারা রয়ে গেল, তারে ভালোবেসো।
অন্তর সবাকার ভরে দিও সুখে-
সকলেই থাকে যেন সদা হাসিমুখে।
পুরাতন, মলিনতা সব দূরে রেখো-
নতুনের রাঙা ছবি তুমি শুধু এঁকো।
ভয় ও ভাবনা যেন সরে যায় দূরে-
ফুল ফোটে, পাখি গায় সবে যেন সুরে !
শান্তির সু-বাতাস বয় যেন ধীরে-
ফিরে দিও অন্তরে বিশ্বাসটিরে।
দূর হোক হানাহানি রক্তের খেলা-
নতুন বছর, এনো মিলনের মেলা।
------------------------------------------------
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া, ৭২৩১২১
----------------------------------------------------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন