
থাকলো এটুক আশা
বদ্রীনাথ পাল
পুরাতনকে সরিয়ে যখন নতুন বছর আসে-
আকাশ বাতাস সবাই তখন ঝলমলিয়ে হাসে।
তাকে বরণ করে যেন কোকিল কুহুতানে-
খুশির ভেলা উপচে পড়ে মিষ্টি ভোরাই গানে।
বৃক্ষ লতা আনন্দেতে সাজে নতুন সাজে-
শিরিষ যেন নূপুর হয়ে ঝুমুর ঝমুর বাজে।
জীর্ণ মলিন ছিলো যারা, তাদের বিদায় দিয়ে-
নতুন বছর আসে নতুন আশার বাণী নিয়ে।
নতুন বছর, এসো তোমায় বলছি কানে কানে-
হৃদয় সবার দাও ভরিয়ে শান্তি সুধার গানে।
দিন ফুরোলেও একমুঠো ভাত পায় না যারা খেতে-
তোমার দয়ায় তারাও উঠুক আনন্দেতে মেতে !
বন্ধ করো নতুন বছর রক্তে হোলি খেলা,
শস্য শ্যামল ধরিত্রী হোক্, ফিরুক খুশির মেলা।
হেসে উঠুক নারী শিশু, গড়ুক সুখের বাসা-
নতুন বছর ! তোমার কাছে থাকলো এটুক আশা।
----------------------------------------------------------------------------------
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া, ৭২৩১২১
ফোন- ৮১৫৯০৭৬৫৪৮
----------------------------------------------------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন