
নববর্ষ
দীপঙ্কর সরকার
প্রতিটি সকাল আনে প্রতিটি নতুন ভোর
হৃদয়ে প্রত্যাশা জাগে নববর্ষে এলো বুঝি
খুশির খবর !
যা কিছু পুরনো ছিন্ন মলিন সাফ সুতরো
করে গৃহস্থ সাজায় নতুন উঠোন । দোকানে
দোকানে হাল খাতা শুভ মহরত ।
পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় দূরে রেখে
যা কিছু সংক্ষোভ , জীর্ণ পাতা ঝরার শেষে
গাছে গাছে গজায় নব পল্লব ।
নতুন বছরে সব নতুন নতুন পাখির কণ্ঠেও
যেন নব সুর ! পুরনো নির্মোক ছেড়ে পুব দিগন্তে
দ্যাখা দ্যায় নবারুণ ।
**************
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
( সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন