
এসো হে বৈশাখ
অশোক দাশ
জীর্ণ পাতা ঝরে যায় বসন্ত বাতাসে কাঁপে নবপল্লব,
পুরানো যাবেই চলে কালের নিয়মে নতুনের আবাহন উৎসব।
দুধে আলতায় পদচিহ্ন এঁকে লক্ষ্মী আসে ঘরে,
কুঁড়ির বুকে সদ্য ফোটা ফুলের সৌরভ সুগন্ধে।
সময়ের দিনলিপি জীবনের কথকতা লেখা হয় নতুন আঙ্গিকে,
স্বপ্ন পূরণের প্রত্যাশায় জ্বালে দীপ ঘরে -ঘরে মঙ্গল শঙ্খে।
ঝড়-ঝঞ্ঝা, বন্যা -মহামারী, প্রাকৃতিক বিপর্যয় কাটুক কালরাত্রি,
চাই না ভ্রাতৃঘাতী রক্তাক্ত যুদ্ধ- দাঙ্গা নামুক ভুবনে চির শান্তি।
ভালোবাসায় ফুটুক ফুল প্রেমে- রাগে -অনুরাগে,
এসো হে বৈশাখ নব কলেবরে নতুন রাঙা প্রভাতে।
::::::::::::::::::::::::::::::
অশোক দাশ
ভোজান,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত
মোবাইল নম্বর-:৮৩৪৮৭২৫৩৩৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন