পয়লা বৈশাখ
গৌতম সমাজদার
বছর যায় বছর অাসে,
ব্যর্থতা বা সাফল্য-
এলোমেলো হয়ে যায়,
পেন্ডুলামের দোলন কখনো।
ডাইনে কখনও বাঁয়ে,
কি এসে যায় তাতে?
আলোতে যোগ হয় আরও আলোক মালা!
আঁধার আরও ঘনীভূত হয়,
তবুও সভ্যতা দাবী করে এগিয়ে চলার-
কারা এগোচ্ছে কারা পিছোচ্ছে,
বোঝা বড় মুস্কিল!
ক্ষমতা ধেয়ে আসে বর্শা ফলকের মত,
রক্তাক্ত হয় মানুষ - আবার হামাগুড়ি দেয়
আকাশের লাল সূর্য টা কে ধরার জন্য.......
উঠে দাঁড়ায় মানুষ,
স্বপ্ন ফেরি করে-
স্বপ্ন দেখায় চিরন্তন ভালবাসার ।
******************
Goutam Samajder, 22/86 Raja Manindra Road, Kol-37.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন