পয়লা বৈশাখ
দীনেশ সরকার
ফর্সা হ'লো পুবের আকাশ
পাখপাখালি উঠলো ডেকে
পয়লা বৈশাখ এলো ফিরে
নব প্রভাতের রঙ মেখে ।
মনের কোণে নাচছে খুশি
নতুন বছর সুস্বাগতম্
জীর্ণ পাতা ঝরার মতো
মনের কালিমা হোক খতম ।
খুশির সানাই সবার মনে
উঠুক বেজে নতুন ভোরে
শত্রু-মিত্র এক হয়ে যাক
পড়ুক বাঁধা বাহুডোরে ।
ভালোবাসার ভুবনডাঙা
উঠুক ভরে ফলে-ফুলে
শক্ত করে ধরুক হাতটা
দ্বিধা-দ্বন্দ্ব সকল ভুলে ।
পয়লা বৈশাখ হালখাতা যে
মিষ্টিমুখ তাই ঘরে ঘরে
পুরোনো যত দুঃখ-কষ্ট
শেষ হয়ে যাক এমনি করে ।
সংকীর্ণতার গন্ডি ছেড়ে
মন ছুটে যাক বিশ্ব মাঝে
খুশির প্রদীপ সকল ঘরে
উঠুক জ্বলে নিত্য সাঁঝে ।
যুদ্ধখেলা ধ্বংসলীলা
দেখতে তো আর পারি না যে
ধ্বনিত হোক শান্তির বাণী
সবার মনে বিশ্ব মাঝে ।
পয়লা বৈশাখ, এসো তুমি
নতুন দিনের নতুন গানে
অনসান হোক বন্দি জীবন
খুশির তুফান জাগুক প্রাণে ।
************************************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং ঃ ৯৮০০৪২১৫৩৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন