Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প ।। নববর্ষের আনন্দ ।। মিঠুন মুখার্জী


।।  নববর্ষের আনন্দ ।।

           মিঠুন মুখার্জী


নববর্ষ বাঙালির কাছে খুব আনন্দের। বিশ্বের সকল জাতির আনন্দের দিন যেমন ইংরেজি নববর্ষ, তেমনি বাঙালির কাছে বাংলা নববর্ষ। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুনকে বরন করার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমি নবীন যাদব। আমি বাঙালি নই ,কিন্তু বাঙালিদের মধ্যে থাকতে থাকতে আমি মনে প্রানে বাঙালি হয়ে উঠেছি। আমার বাড়ি বিহারের পাটনায়। কর্মসূত্রে আমি কলকাতার বেহালায় থাকি। আমি একজন স্টেশন মাস্টার। বারাসাতে আমার পোস্টিং।
                বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ।তারা আনন্দ করতে খুব ভালোবাসেন। তাই প্রত্যেক মাসেই কোনো না কোনো উৎসবে মেতে থাকে। এখানে কুড়িবছর থাকার ফলে আমি মাঝে মাঝে ভুলে যাই আমি বিহারী না বাঙালি। দীর্ঘ দিন এখানে থাকার ফলে আমি ও আমার পরিবার ভালোই বাংলা শিখে গেছি।প্রত্যেক নববর্ষে আমার বাঙালি কলিগরা ও বাঙালি বন্ধুরা আমাকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আমাকে কেউ মিস্টির প্যাকেট আবার কেউ লাড্ডু ও ক্যালেন্ডার দেন। আমার খুব ভালো লাগে।এমন কি কোলাকুলিও করেন। বেশিরভাগই পাঞ্জাবি ও পাজামা কিংবা ধুতি পড়েন। দারুন লাগে দেখতে।
             বারাসাত থেকে মিনিট চল্লিশেক সময় লাগে গোবরডাঙায় যেতে। প্রত্যেক বছর পয়লা বৈশাখ থেকে দশ দিন "গোবরডাঙা ঐতিহাসিক স্মৃতিরক্ষা কমিটি"র পরিচালনায় একটি মেলা অনুষ্ঠিত হয়। দেখবার মতো মেলা। পয়লা বৈশাখের দিন ভোরবেলা থেকে মসলার মেলা চলে এখানে। বিভিন্ন জায়গা থেকে মসলা নিয়ে আসে বিভিন্ন লোক। আমি প্রত্যেক বৎসর আমার এক কলিগের বাড়িতে এই সময় যাই। গোবরডাঙা রেলস্টেশনের কাছাকাছি তার বাড়ি। সেখানেই থেকে পয়লা বৈশাখ ও দোসরা বৈশাখ এই মেলার আনন্দ উপভোগ করি আমি। এত অসাধারণ লাগে আমার, তা আমি বলে বোঝাতে পারবো না। আমি বিহারের পাটনার সন্তান কিন্তু সেখানে এরকম মেলা পাইনা। কত দোকান, নাগরদোলা, কত মানুষের ভিড়, জায়গায় জায়গার জলসত্র--- সে এক কথায় মহাযজ্ঞ। আমার বন্ধু সুজনের কাছ থেকে শুনেছি--- "গোবরডাঙা একটি ঐতিহাসিক জায়গা। জমিদারদের আমল থেকেই এই মেলাটি চলে আসছে। প্রায় দুশো বছরের কাছাকাছি এই মেলার বয়স‌।" শুধু গোবরডাঙার মেলাই নয়, সুজনের সঙ্গে আমি কয়েকবার গোবরডাঙার বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি। সত্যি আমার খুবই ভালো লেগেছে। এখানকার মানুষগুলো খুবই অতিথিপরায়ন। যার বাড়িতেই গেছি তাদের আপ্যায়নে আমি অভিভূত। একবারও মনে হয়নি আমি আগন্তুক বিহারী সন্তান।
           করোনার এই দুই বৎসর প্রতিটি মানুষই খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। জীবন বাঁচানোর তাগিদই বড় হয়ে উঠেছিল সকলের কাছে। দুটি নববর্ষ বাঙালির কাছে খুব একটা ভালো যায়নি। কারো মনে দুঃখ ছিল, কারো আক্ষেপ। আমারও গত দু'বছর গোবরডাঙা যাওয়া হয়নি। এই দু'বছর হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। বাঙালির এই নববর্ষের আনন্দের আমিও একজন শরিক হতে পেরে নিজের প্রতি গর্ব বোধ করতাম। আমার নিজেরও খুবই খারাপ লেগেছে জীবন থমকে যাওয়ায়। অনেক প্রাণ চলে গিয়েছে এই দু বছরে। তবে পুরাতনকে ঝেড়ে ফেলে আবার নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আবারো নববর্ষের আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করি। শুনেছি এবার নাকি নববর্ষের আনন্দ সব জায়গাতেই মহাসমারোহে পালিত হবে। আবার বাঙালিরা ফিরে পাবে তার পুরনো ছন্দ। আবার বলবে--- "আমরা বাঙালি। আমাদের বারো মাসে তেরো পার্বণ। আমরা উৎসব প্রিয় বাঙালি।"এবার আবার গোবরডাঙায় যাব। মেলার আনন্দ উপভোগ করব। বাঙালির সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। নববর্ষের নবীন আলোয় নবীন যাদবের জীবনের পুরাতন সব অন্ধকার দূর হয়ে যাবে। আমি চিৎকার করে দু হাত তুলে বলব ---"বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল---/ পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।"

***************************?

মিঠুন মুখার্জী
C/O-- গোবিন্দ মুখার্জী
গ্ৰাম : নবজীবন পল্লী
পোস্ট+থানা -- গোবরডাঙা
জেলা -- উত্তর ২৪ পরগণা
পিন-- 743252

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল