বৈশাখ
লালমোহন ভট্টাচার্য
বৈশাখ
এবার নতুন করে চিনবো তোমায়
নতুন করে শূন্য মাঠে
শুকনো কুয়োর তলায়
আপন মনে
ফুল ফোটাবে তুমি
শুকনো ধূলো উড়ছে পাতা
ধূসর মরুভূমি ।
বৈশাখ
এবার নতুন করে জানবো তোমায়
নতুন করে জানার অনেক আছে
তোমার পান্থশালায়।
নতুন বাসর
নতুন গাছের পাতা
ভেলকি নাচন বিশ্ব জুড়ে
মলিন আঁচল পাতা ।
বৈশাখ
এবার, পাহাড়, নদী, বন
শুকিয়ে গেছে নদীর ধারা
তবুও সরস তোমার আমার মন ।
বন চঞ্চল
গাছের ডালে বাসা
পাখির ডাকে ঘুম ভাঙতো
গ্রীষ্ম, শরৎ, বসন্ত, বর্ষা ।
*****
লালমোহন ভট্টাচার্য
গ্রাম ÷ ইন্দ্রবিল
পোস্ট ÷ গৌরাঙ্গডি
থানা ÷ কাশীপুর
জেলা ÷ পুরুলিয়া
মোবাইল নং 8637886136
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন