অরুণ কুমার দাঁ
পুরোনো কথা ঘুমিয়ে পড়ো
শুরু হোক নতুন কথা বলা,
পুরোনো পথ হারিয়ে যাও
শুরু হোক নতুন পথ চলা ।
বুকের মধ্যে নতুন আশা
সেজে ওঠে রাঙা ফুলে,
মনের মধ্যে স্বপ্ন তরী
নদীর বুকে যাচ্ছে দুলে দুলে ।
হাতের জন্যে হাত পেতেছি
বাড়াও বন্ধু দু-হাত,
নতুন দিনে নতুন মনে
জানাই শুধু সুপ্রভাত ।
*******************
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন