প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

১)
নতুন বছর আসছে বলে,
বুকের ভিতর উঠছে ঢেউ
নতুন বছর আসছে বলে
নতুন করে আসছে কেউ?
নতুন বছর আসছে বলে
আকাশ বাতাস রঙিন হলো
নতুন বছর আসছে বলে
কেউ কি কারও মন রাঙালো?
নতুন বছর নতুন বছর
বলো তোমার নতুন খবর
নতুন বছর আসছে বলে
জিনিষেরও কি কমলো দর?
২)
আসছে বলেই নববর্ষ
লাফাচ্ছ খুব মনে,
ভাবছ না তো থাকবে যে কে
থাকবে না কোন জনে?
আসছে বলেই নববর্ষ
ফুরিয়ে যাচ্ছে জীবন
এই কথাটা ভাবার সুযোগ
দিচ্ছে নাকি মন।
নতুন বছর আসবে যাবে
তাতে তোমার আমার কি?
আমরা তো সেই পুরণো
গড্ডালিকা প্রবাহেই ভাসছি।
-----------------------------------------------------------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন