Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

নববর্ষের কবিতাগুচ্ছ ।। সৌমেন দেবনাথ



নববর্ষের কবিতাগুচ্ছ  ।। সৌমেন দেবনাথ 


নববর্ষে প্রত্যাশা



আসলো আবার নববর্ষ
উঠলো নতুন আলো,
সকল জীর্ণ যাবে কেটে
নিপাত যাবে কালো।

বাঁধনহারা সুখে সবাই
ভাসবে সুখের ভেলায়,
আর ভুল ভ্রান্তি করবে না কেউ
ভেসে হেলায় খেলায়।

দুঃখ যত ঝরে যাবে
থাকবে না আর ক্ষরণ,
রঙে রঙে জীবন জাগবে
নতুন করে বরণ।

কষ্ট স্মৃতির কাটবে ইতি
নতুন যাত্রায় সামিল,
বর্ণিল জীবন সবার আসবে
কেটে যাবে অমিল।

দুঃখ ভোলার দিনে সবার
মনে থাকবে রঙিন,
যত গ্লানি যাবে ডুবে
হবে না কেউ সঙিন।

নতুন বছর নতুন আলোয়
বাঁচবো নিয়ে আদর্শ,
সুখে দুখে শক্ত রবো
শুভ নববর্ষ।




আল্পনায় বৈশাখ


নববর্ষ ঘিরে মনে
থাকে যে জল্পনা,
নতুন বর্ষ বরণ করতে
আঁকা হয় আল্পনা।

উঠানে তাই ঝাড়-পোছ-লেপন
নান্দনিক উঠান সাজ,
তারপর উঠানে চিত্রাঙ্কন
আহ রঙিন কারুকাজ।

দেয়াল জুড়ে শৈল্পিক আঁকা
দেখলেই করি শংসা,
পিচঢালা ঐ সড়ক জুড়েও
আঁকা রঙিন নকশা।

নকশায় থাকে কত কিছু
লতা-পাতা ফুল ফল
ঢোল-তবলা হাতপাখা কুলা
চোখের পড়ে না পল।

আঁকিবুকি দিয়ে আমরা
দেশটা করি বিন্যাস,
পয়লা বৈশাখ ঘিরে দেশ মা
হয় রং-তুলির ক্যানভাস।




নতুন বর্ষের নব আশায়


নতুন বছর নতুন আশায়
ভাসবো স্বপ্ন ভেলায়,
ভুলে যাবো হানাহানি
মাতবো রঙের মেলায়।

নতুন বছর বাঁচার মানে
খুঁজবো নতুন করে,
নতুন সাজে নতুন ভাবে
বাঁচবো চরাচরে।

হৃদয় থেকে হিংসা উড়ুক
জাগুক প্রাণে জোয়ার,
ভরুক হৃদয় ভালোবাসায়
খুলুক বদ্ধ দুয়ার।

নবরূপে সাজুক জগৎ
থাকবে না কেউ মন্দে,
বেদনার রং মুছে যাবে
বাঁচবো নব ছন্দে।

স্বপ্নিল সৃষ্টি ঘটুক ভবে
কাটুক নিকষ কালো,
নতুন সূর্য নতুন ভোরে
ঢালুক নতুন আলো।



হালখাতা সমাচার


বাংলা সনের প্রথম দিনে
খোলা নতুন খাতা,
দেনা-পাওনার হিসাব নিকাশ
তাই তো হয় হালখাতা।

হালখাতার কার্ড ক্রেতার বাড়ি
পৌঁছে দেয় পাওনাদার,
ক্রেতা দেনা শোধ করে দেয়
পহেলা বৈশাখ বার।

নিজে সাজে দোকান সাজায়
খুশী খুশী মেজাজ,
পড়ে থাকা টাকা উঠে
ফাঁপে বুকের দ্বেরাজ।

দোকানদার  যে খুশী হয়ে
এক পোটলা দেয় মিষ্টি,
ক্রেতা-মালিক উভয় খুশী
অনন্য সে কৃষ্টি।

পুরাণ হিসাব পুরাণ খাতা
বিক্রেতা করে বাদ,
নতুন খাতায় নতুন হিসাব
হিসাব হয় হালনাগাদ।


নববর্ষ ও পান্তা ভাত


মাটির মালশায় নিয়ে পান্তা
নববর্ষের দিনে-
স্বাদ না লাগলেও খেতে হবে
খায় যে মানুষ কিনে।

পহেলা বৈশাখের দিনে
পান্তার জন্য ঘোরে,
যে কখনো খায়নি পান্তা
খায় পান্তা পেট ভরে।

সাথে থাকে কাঁচা মরিচ
আর ইলিশ মাছ ভাজি,
এ সঙ দেখে কৃষক ভাবে
দেখছি কি সব আজি।

গরম ভাতে ঢেলে পানি
হয় তৈরি পান্তা ভাত,
তাদে কি পান্তার স্বাদ মেলে
অবোধ বাঙালি মাত্।

সানকি ভরা পান্তা নিয়ে
ছবি তুলে পোস্ট,
তারপর রেস্তোরাঁতে গিয়ে
খাবে সে মুরগির রোস্ট।


নববর্ষ ও ইলিশকাণ্ড


সারাবছর তেলাপিয়া
কেজি একশত বিশ,
নববর্ষে খেতেই হবে
পান্তায় ফেলে ইলিশ।

ইলিশ কিনবে টাকা কোথায়
বৌ তো নেয় না মেনে,
শখের গরু বিক্রি করে
ইলিশ একটা কেনে।

নাগরিক কল্পনা বিলাস
খেতেই হবে ইলিশ,
শহর ছেড়ে গ্রামেও এখন
চলছে এই অপ-বিষ।

চড়া দাম হাঁকে বিক্রেতা
শতক ছুঁড়ে হাজার,
তবু মুহূর্তে বিক্রি শেষ
ইলিশ-শূন্য বাজার।

এ হলো শহুরে ফ্যাশন
ভ্রান্তির এক বেড়াজাল,
ইলিশ-পান্তা বর্জন করি
ধরি ঐতিহ্যের হাল।


নববর্ষ ও মুখচিত্র


নববর্ষের দিনে পুবে
উঠে রঙিন রবি,
মেলায় আসে নারী-শিশু
গালে আঁকে ছবি।

শিল্পী ঘোরে তুলি নিয়ে
সাথে থাকে ঢের রং,
গালে নারী এঁকে ছবি
হাসে দেখিয়ে ঢং।

শিশুর গালে ঢোল-একতারা
দারুন ফুঁটে থাকে,
শিশুর গালে হাসি ফোঁটে
দেখায় ডেকে মাকে।

কারোর গালে লেখা থাকে
শুভ নববর্ষ,
গরম চরম শরীর ঘামে
কমে না তাও হর্ষ।

কেউ গালে হাতপাখা আঁকে
কেউবা আঁকে নিশান,
ঈশাণ কোণে মেঘের দেখা
মঞ্চে গাইছে কেউ গান।

গালে গালে রঙের ক্যানভাস
থাকে সাথে মিত্র,
নজর থাকে গালে পড়ে
অপূর্ব মুখচিত্র।


পয়লা বৈশাখে


পয়লা বৈশাখে ছেলে-মেয়ে
সাজে নতুন সাজে,
সবাই সাজে সবার সাধ্যে
দেখে পুড়ি ঝাঁঝে।

পয়লা বৈশাখে আড্ডা জমে
মেলা প্রাঙ্গণ ঘিরে,
সবার ফূর্তি করা দেখে
হৃদয়টা যায় চিরে।

পয়লা বৈশাখে নতুন পোশাক
দেশজ ধারা লুকে,
কেউ সাজে সাবেকি ঢঙে
দহন জ্বলে বুকে।

সাদা রঙের শাড়ি, লাল পাড়
কালো টিপ কপালে,
খোলা চুল, কানে দুল -ছিমছাম
রঙের চিত্র গালে।

ছেলে-বাবা পাজামা পরে
বেড়ায় ঘুরে মেলায়,
মার পরনে হ্যান্ডলুমের শাড়ি
ভাসে খুশীর ভেলায়।

চরম গরম তিক্ত কেউ
দেখছে ডানে বামে,
ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছেঁড়ে
মেকআপ নষ্ট ঘামে।


নববর্ষের মিষ্টি আশা


আসলো আবার নতুন বছর
বাঁচবো নতুন আশায়,
জীবন জুড়ে থাকবে শান্তি
বাঁচবো ভালোবাসায়।

হৃদয় জ্বালার বিনাশ হবে
পাবো নতুন আলো,
কাটবে জীবন নন্দে গন্ধে
থাকবে সবাই ভালো।

হানাহানি যাবো ভুলে
ভুলবো সব ভেদাভেদ,
মিলেমিশে বাঁচবো সবাই
রাখবো না মনে খেদ।

নতুন ছন্দ জাগুক প্রাণে
স্বপ্নেরা সত্য হোক,
অতি আশার রঙের ভেলায়
ভাসার কমে যাক ঝোঁক।

দুঃখ ব্যথা ভুলে যাবো
বিনাশ করবো রাগ ক্ষোভ,
ইঁদুর দৌঁড়ে না দৌঁড়িয়ে
সংবরণ করবো লোভ।

নতুন দিনের নতুন ভোরে
থাকুক মুখে হর্ষ,
স্বপ্নিল সৃষ্টির মিষ্টি স্বপ্নে
শুভ নববর্ষ।

--------------

সৌমেন দেবনাথ
প্রভাষক
মার্কেটিং বিভাগ
সরকারি মুড়াপাড়া কলেজ
নারায়ণগঞ্জ, বাংলাদেশ

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল