Featured Post
দুটি কবিতা ।। সবুজ জানা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দুটি কবিতা / সবুজ জানা
কটা খুন
পয়েণ্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলার পর
সরকার পোষিত নৈরাজ্যের অখণ্ড অবসর
একশত চুয়াল্লিশের গন্ধ আর সাবলীল মৃত্যুছন্দ
ঈশ্বরের সাহায্য নিয়ে আততায়ী অর্জুন নিকেশ করল তার
চিরপ্রতিদ্বন্দ্বীকে!
কথা উঠছে
তুমি অন্যায় ভাবে বধ করে গেছ, বন্ধু
মহামান্য হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে
তবে তা কচ্ছপের পিঠে সওয়ার। অনন্তকালের ভোট ব্যাঙ্ক।
একটা বাজপাখির দাঁত আর নখের ঘায়ে ঘায়েল বন্ধু আমার
নিরুত্তাপ মেঝেতে রক্তে স্নান সারছে
কানের পাশে দুটো বিজ্ঞানমনস্ক সুড়ঙ্গ
সাদা থান চুঁইয়ে পড়ছে ক্ষ্যাপার গরম রক্ত
ভিজে যাচ্ছে রাজপথ, জনপদ, দেশ....
পান্ডবদের আপটুডেট অস্ত্র
আর কূটনীতিবিদ কৃষ্ণকে ভয় না পেয়ে
একটি অচেনা শিশু কর্নের লাশ পর্যবেক্ষণের পর মূল্যায়ন করে গেল
মহাবীরকে প্রতিষ্ঠা আর পরিবারতন্ত্রের কাছে মাথা নোয়াতেই হল।
তারপর শোকাবহে পা মিলিয়ে শিশুটি হাঁটা দিয়েছে রেল স্টেশনের দিকে
সেখানে ওর জন্য অপেক্ষায় গণতন্ত্রের শেষ লোকাল
ওর পায়ের পেছনে অগণিত ভাত-কাপড়জীবি
লতানো মেরুদণ্ডের সময়োচিত অভিযোজন।
গতকাল তোষামুদে পান্ডবরা স্বর্গে গ্যাছে
প্রতাপশালী যাদব দাদাভাই ব্যাধের হাতে নিহত
আজ প্রেস কনফারেন্স করল বেদব্যাস,
রাজপথে হেঁটে পথ বাতলে দেওেয়া শিশুটির নাম
বিপ্লব
জন্মস্থান
প্যারিস।
পরশুরাম
সংসারী রেনুকা তুমি তো জানতে গন্ধর্বরা বড় আবেদনময়
অপরিণতর মত ঘরের পরকীয়ার খিল খুলে দিলে
আজীবন তপস্বী, তবে ভেতরে ভেতরে বড্ড অনুশাসনহীন!
অনেকবেদ আর পুরান অধ্যয়ন শেষ হলে
পুরুষেরা একটি পাহাড়িয়া সেতু পেরোতে চায়
যার ওপারে মোক্ষ; চাহিদাহীন সে সেতুর নাম নারী।
ভালবাসা বড়ই নীতিহীন
আবার মদনদেব শরীর থেকে অনুশাসন তুলে নিলে
দুটো শরীর বিপরীত কিছু কথা নিয়ে মুখোমুখি দাঁড়ায়
আদালত চত্বরে বাবা না হয় মায়ের হাত ধরে
ছোট্ট শান্ত সৌম আনাদরে বধ্য প্রাণীটির মত নিরুপায় দাঁড়িয়ে থাকে
তবে হ্যাঁ, কলতলার রুচিহীন চর্চায় তোমাদের পিশাচ আর কলঙ্কিনী বানালেও
পিতার বীজ আর আদরিনী চুমুতে কোন পাপ নেই।
লালচোখওয়ালা পিতার অনুশাসনের সামনে ছোটোরা
কুঠার হাতে সিদ্ধান্তহীন নতমস্তক দাঁড়িয়ে থাকে
সন্তানকে খুনী করে তুলে আনন্দ কি, ঋষি জমদগ্নি?
অবশেষে রাতের নিস্তব্ধ ট্রামলাইনে ছিটকে পড়ে মায়ের কাটামুন্ডু
দুহাজার তেইশের অক্ষয়তৃতীয়া নীতিহীনতায় বিন্দু বিসর্গ
অবতার অসহায় পরশুরাম মাতৃহত্যার বদনাম ঘোচাতে পারে না।
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
https://notionpress.com/read/nabapravat-utsab-2023
==================
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন