
দুটি
কবিতা /
জয়ন্ত
চট্টোপাধ্যায়
ছবি
জমাট
মেঘটি বিষাদ লিখেছে।
সদ্য বিধবার শোকে ক্ষারপথ
কান্না বা শোকচিহ্ন চেনেনি।
ফুলেরা অচেনা বুকের ওমে
নবোঢ়ার মতো।
বৃষ্টিগাথা
প্রবল থামলে
পানকৌড়ি ডানার গায়ে
প্রাক্-শিকারের গা গরম।
হাঁসের উল্লাসডুবে
দিনশেষের চাকচিক্য।
ছবিটি
টাঙিয়ে রাখছে
প্রতীক্ষালয়ের কলঙ্কদেয়াল।
যাওয়া
উড়ছে
ধুলো গোধূলি রাগ হয়ে
গাছটি নীরব সাক্ষী হয়েছে দেখে
শায়িত সোনালি ধানের গন্ধ বয়ে
বিকেল হাঁটছে পশ্চিমা আলো মেখে।
ডালপালা জুড়ে অনেক দীর্ঘশ্বাস
বিকেল রেখেছে ফড়িংয়ের কাছে বাঁধা
একে একে খোলে যাপনক্লান্তিবাস
আলো বদলের নিয়মটি আছে ছাঁদা।
চলে
গ্যাছে যারা অন্য মাটির টানে
রেখে গ্যাছে স্মৃতি গাছ ও নদীর কাছে
তাদের কাহিনি বিরহ পাতাটি জানে
ঘাটের চাতালে সব কথা লেখা আছে।
প্রান্তর
জুড়ে বৈরাগী রাগ ভাসে
বাতাস বাজায় সুরগুলি এলোমেলো
ফুলেরা বেদনা মাখায় মন্দ বাসে
বিদায়ের পথে চেয়ে দ্যাখে তারা এলো!
 |
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ
|
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত
ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো
এই সংখ্যাটি
বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু
ছোট রেখে সাড়ে আট
ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা
কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে
যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে
ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি
চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা
অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে
পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে
পারেন। আমরা
দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
==================
এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন