মরিচীকার ভ্রম
সুমিতা চৌধুরী
কতো রূপকথার জল্পনা নামে মনের শার্সি
বেয়ে,
কিছু মন ভোলানো ছবির সাক্ষাতে।
দু'চোখে মেপে নেওয়া সুখের গভীরতা,
জ্বালায় নিজেকেই দহন আঁচে!
চোখের কাজলের নীচে চাপা পড়া কালির প্রলেপ,
প্রসাধনী অধরের আড়ালের নিষ্ঠুর দংশন,
সবই রয়ে রায় উহ্য,
মেকি ভালো থাকায় সুখ খোঁজে মন!
কতো হাসি, কতো গান, কতো কথায় বেলা বয়ে
যায়,
অন্তর্জালিক সত্তা রয়ে যায় অধরা!
কিছু উড়ো হাওয়ার খবরে না জানি কখন,
কতো মধুর সম্পর্ক হয় ভিত নাড়া!
হাওয়ায় হাওয়ায় বিলোয় কতো না কলঙ্কের
কাহিনি,
রং-রসে টইটম্বুর মনোলোভা উপাদানে।
কত না বাক্যবাণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়
গল্পের অবয়ব,
বিচারবোদ্ধা শত শত ঋষিমুনির যোগদানে।
কচিৎ কোথাও গুণবিচারের পাল্লা ভারী হলে,
জনশূন্য হয় ময়দান নিমেষেই।
গুণের কদরের কলিজাটা যে বড্ড ভারী,
যাপনের চৌহুদ্দিতে তা এক্কেবারে ক্লীশে।
দুদিনের জলসায় চলে শুধুই মধুর খোঁজ,
ফাঁকা কলসির আওয়াজে বাজার সরগরম,
আশনাই চিরে অন্তরে ঝাঁকো যদি,
পাবে অন্তঃসারশূন্য এক মরিচীকার ভ্রম।।

Sumita Choudhury
6/1Height Road, 3rd floor
Liluah
Howrah-711204
 |
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ
|
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত
ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো
এই সংখ্যাটি
বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু
ছোট রেখে সাড়ে আট
ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা
কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে
যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে
ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি
চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা
অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে
পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে
পারেন। আমরা
দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
==================
এই মুদ্রিত সংখ্যাটি প্রকাশনা সংস্থা থেকে eBOOK আকারে সামান্য মুল্যে সংগ্রহ করতে চাইলে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন