Featured Post
গুচ্ছ কবিতা / শুভদীপ মাইতি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গু চ্ছ ক বি তা / শুভদীপ মাইতি
জিরো পয়েন্ট
আমাদের মৃত্তিকা সংলগ্ন শূন্যতার মৌন যাপনে
কখনো কখনো নাম ধরে ডেকে ওঠে কেউ।
অথচ বন্দর ও শস্যবাড়ির বিষাদ ফুল জানে, আজীবন জিরো পয়েন্টে তাক করা আছে
নিজস্ব হাড়ের বন্দুক।
সকালের সূর্য স্নানে, আহত কালশিটে দাগে নেমে আসে আদর কালীন খসড়া।
আমার কোন বিগ্রহ নেই আরাধ্য দেবতার। অন্তিম স্নান শেষে ঘাটময় জোনাকির আলো
ফিরে আসার বাদলাপুরে যখন একা চেয়ে থাকে কানাইদিঘী,
আমাদের নাকছাবি রঙের মনখারাপে নাম ধরে ডেকে ওঠে কেউ।
কে তুমি ডেকে ওঠো বারবার, চাবুকে, প্রহারে, প্রিয় ভ্রম!
স্মৃতিচারনের প্রতিটি বাঁকে জিরানকাটের দাগ ও মারাত্মক ভাঙন।
টালমাটাল মায়াজালে প্রহরে জড়ালে, সেতুময় ছলছল শঙ্খ নিনাদ
নদী বিষয়ক
বহুকাল আমার কোন নদী নেই।
উতলা ঢেউ নিয়ে অনর্গল ছুঁয়ে যাবে দেহ
যে আমাকে ভাসিয়ে নেবে ডুব জলে অথৈ প্রমাদ। পুনরায় ফিরিয়ে দেবে তটময় দোপাটির ফুল।
ওমুখ চেয়েছি আমি, রাধিকার শ্রীচরনে মেঘ আঁকি, টলমল পুণ্যিপুকুর।
নিমখুনে চেয়ে থাকে দুটি চোখ, তারা খসে, সাঁই মোর কৃষ্ণ ভ্রমর
সব হারিয়ে ফিরে আসে, নতজানু, ভাঙচুর ঘাট ও রাত্রিকালীন দুর্যোগ।
শুধুমাত্র আদর পেলেই সব পুরুষ নদী হয়ে যায়। আদর হারিয়ে গেলে নদীপৃষ্ঠে জেগে ওঠে ঢেউ
মেদহীন
একটি পাতাখসা বিকেলে বিচ্ছেদের শরীরে যখন চলকে ওঠে ঢেউ,
আমাদের মনখারাপের তারায় তারায় ছড়িয়ে পড়ে মৃত আতরের ঘ্রাণ।
আজন্ম শরীর থেকে ঝরে পড়ে মাটি ও মেদহীন মুশাফির আলো
বিসর্জন
মৃত কথাদের নীলে মেঘ গাঢ় হলে, মাটির আরও কাছাকাছি ভেঙে পড়ে পরাবাস্তব মায়া।
আমি নিবিষ্ট শিল্পীর মতো এঁকে ফেলি মাঝরাতের ভাসান ও মহাশূন্যতা
দহন
নিভৃতে যে আলো জেগে থাকে অনন্তকাল শীতল ঘুমের মতো,
আমি তার শব্দরঙে মেপে রাখি বিষন্ন জ্বরের তাপ ও মাঙ্গলিক হোম।
আমাদের গন্তব্যে কাটাছেঁড়া দাগের মতো জমে থাকে আধপোড়া শ্মশানের কাঠ
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা
নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 )। এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন। (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই কমবে। এটা প্রকাশনা সংস্থার নিজস্ব নিয়ম।) কোড ব্যবহার করলে ১৯৯ টাকায় (ডেলিভারি চার্জসহ) বইটি পেয়ে যাবেন। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
যাঁরা অনলাইন অর্ডারে স্বচ্ছন্দ নন, অথবা, অনলাইনকে বিশ্বাস না করে আমাদের থেকে পত্রিকা সংগ্রহ করতে চান তাঁরা শুধু মুদ্রিত মূল্য ১৭৫ টাকা আমাদের পাঠাতে পারেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। হাতে হাতে নেওয়া সম্ভব হলে ১৫০ টাকা পাঠালেই হবে। আমরা আনিয়ে দেব।
আমাদের গুগুল পে / ফোন পে
নম্বর ৯৪৩৩৩৯৩৫৫৬। প্রয়োজনবোধে এই নম্বরে স্বচ্ছন্দে call বা whatsapp করতে পারেন।
মুদ্রিত সংখ্যা অর্ডার করার লিঙ্ক:
https://notionpress.com/read/nabapravat-utsab-2023
==================
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন