প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

কবিতার আলোয় আলোকিত হচ্ছি প্রতিদিন
বাকি সব মৃত্যুর সমান, আমার কাছে।
নিত্যনৈমিত্তিক প্রলোভন দূর করে আমি হেঁটে চলেছি মানুষের সাথে মিশব বলে।
তাতে হারালাম অনেককিছু।
তাতে যা কিছু পেলাম তা অনেক বেশী।
কবি সার্বজনীন হলে পৃথিবীর ব্যাধি দূর হত।
অর্থের অহংকার, যৌনতার লালসায় কিংবা ক্ষমতার প্রলোভন চেটে কুকুরের চেয়েও অধম হয়েছে মানুষ যুগে যুগে।
খুন খারাপি থেকে পৃথিবীর যাবতীয় লুন্ঠনে মানুষের কুকীর্তি প্রকাশের বিজ্ঞাপন প্রয়োজন।
একটা লোকও নেই যে সেই হিসাব কষে টাঙিয়ে রাখছে পৃথিবীর মানচিত্রে।
পৃথিবীটাকে টুকরো টুকরো করে ঘৃনায় ভরিয়ে দিয়েছি ধর্ম ও রাজনীতির সমুদ্রে। জাত পাত, সাদা কালো, ব্রিটিশ, আফ্রিকান, ভারতীয় বলতে বলতে ভাইরাল করছি নিজেদের অস্তিত্ব।
প্রকৃতি এক এবং অদ্বিতীয় ঈশ্বরের মতই।
পাহাড়, সমুদ্র, নদী, আকাশ কোনো কাঁটাতার দেয়নি নিজে থেকে।
আমরাই ঠান্ডা ঘরে বসে গরম পার্লামেন্টে উঁচু গলায় বলেছি কার দেশের কতটুকু মাটি।
মাটি আমার মা
হাওয়া আমার মা।
প্রকৃতি আমার মা।
তোমারও।
যে যা বলে বলুক আমাদের স্বপ্নে কাঁটাতার মুছে গেলে আমরা সব একই পৃথিবীর মানুষ।
যারা দূরে ঠেলতে চাও, ঠেলে দিও।
ফেলে দিও যত ইচ্ছা দূরে।
কবিতা আমার সমগ্র পৃথিবী ।
কবিতার আলোয় আলোকিত হচ্ছি প্রতিদিন, বাকি সব মৃত্যুর সমান আমার কাছে।
![]() |
মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন