প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

এ—এ---এ---এ----ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্
খ্যেলা দেইখ্যে যা রে বাবু ----
খ্যেলা দেইখ্যে যা
লাইচছ্যে দেখ্ হীরা বাবু লাইচছ্যে মতি বিবি
বান্দর লাচ লাইচছ্যে সোব তুইলছ্যে ফটোক ছবি
ভালুক লাচ লাইচত্যে লাইচত্যে আইসছ্যে ঝেঁপ্যে জ্বর
জ্বরের ঘোরে শিব ছাঁইড়ে ষাঁড়ে কোইরছ্যে গড়
সিনিমিনি চইলছ্যে লা গ' পক্যেট বেবাক ফাঁকা
তাইত্যে সোব মন দিয়েছ্যে কোইরব্যাক জনসেবা
এ---এ---এ---এ--- ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্
খ্যেলা দেইখ্যে যা রে বাবু
খ্যেলা দেইখ্যে যা
বুইলছ্যে গুরু ঘাস খাব্যক লাই, মোষ হব্যক লাই
যাব্যক লাই আর বামে
ঠাকুর সেবায় মন লাইগ্যেছ্যে
ইবার ফুলট' দিব্য রামে
খেইলছ্যে দাদা খেইলছ্যে দিদি স্যাঙ্গাত প্যাঙ্গাত সোব
উইড়ছ্যে ট্যাঁকা ঘুইরছ্যে ট্যাঁকা চইলছ্যে মহোত্সোব
মোইরছ্যে মজুর ভুখা পেটে ঝুইলছ্যে তালা কারখানা গেটে
লইড়ছ্যে কিষান দিল্লী পথে চইড়ছ্যে লেতা সাজানো রথে
সমাজসেবা ধাপ্পাবাজি দাঁও মারার তাল
রক্তচোষা রাজনীতি মিছা কথার চাল
ঘাস জনতা বাম জনতা রাম জনতা লাইচছ্য কেন্যে বাপ
ঠান্ডা মাথায় বিচার কোইরে তব্যেই দিও ছাপ
ভুল কিছু বুইললে খুড়া কইরে দিও মাপ
এ---এ---এ---এ--- ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্ ডুগ্
খ্যেলা দেইখ্যে যা রে বাবু
খ্যেলা দেইখ্যে যা-----
ঢপের খ্যেলা চপের খ্যেলা চায়ের খ্যেলা দেখো
গেসের খ্যেলা ঠেসের খ্যেলা রঙের খ্যেলা দেখো ---এ---এ---এ---ডুগ্ ডুগ্ ডুগ্
Sabita Ray Biswas
Shankar Tower
Block—4, Flat—3k
Italgachha
33 Sukanta Sarani
Kolkata 700079
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন