লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না। লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন: 'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি : printednabapravat@gm
Protibader bhasa hridoy bidari o govir..... Akti Sundar upasthapan
উত্তরমুছুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু ।
মুছুনঅমানবিকতার বিরুদ্ধে ক্রোধের আগুন যখন কলমের খো৺চায় বিদ্রোহ করে ওঠে তখনই আদর্শ আর স্বতন্ত্র লেখার সার্থকতা। এই লেখাটাও সেই সার্থকতার পরিচায়ক।
উত্তরমুছুন। অসংখ্য ধন্যবাদ ভাই ।
মুছুনGovir ..
উত্তরমুছুন। ধন্যবাদ ।
মুছুননির্মম বাস্তবতা উপস্থাপিত গভীরতায়।
উত্তরমুছুন। অসংখ্য ধন্যবাদ রে ।
মুছুনSaddest part of our society. :(
উত্তরমুছুনহমম্ রে...
মুছুন