Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

নির্মলেন্দু কুণ্ডু

  নতুন শুরু

"মালবিকা না?"পিছন থেকে এক ঝলক দেখেই চমকে ওঠেন ড. অভিরূপ সরকার৷হু হু করে পেছন দিকে টানতে থাকে তাঁকে কিছু স্মৃতিরাশি৷


গ্রাম থেকে শহরে অাসা ইস্তক অস্বস্তিতে ছিল অভিরূপ৷এত বড় শহর,এত নামী কলেজ, গোপেশ স্যার না থাকলে তো আসাই হত না এখানে৷ ছোটবেলা থেকেই ডাক্তারি পড়ার শখ অভিরূপের৷ কিন্তু যত বড় হতে লাগলো,দারিদ্রের নিষ্পেষণে ততই স্বপ্নগুলো মলিন হতে থাকলো চোখের সামনে৷ একাদশ শ্র্রেণীতে পড়ার সময় বাবাও মারা গেলেন৷ অভিরূপ তখনই পড়ায় ইতি টেনে দিতে চেয়েছিল৷ কিন্তু গোপেশ স্যার তা করতে দেননি৷ যাবতীয় সাহায্য করে গেছেন অভিরূপদের৷ তারপর ভালো রেজাল্ট করে জয়েন্টে পাশ করে ডাক্তারি পড়ার জন্য কলকাতার নামী কলেজে ভর্তিও হয়েছে৷ থাকার জন্য ও হোস্টেল নয়, গোপেশবাবু ঠিক করে দিয়েছেন ওঁর বন্ধু ভবতোষ উকিলের বাড়ি৷ সেখানেই আলাপ মালবিকার সঙ্গে৷ ভববাবুরই মেয়ে৷ অভিরূপের থেকে বছর দু-তিনেকের ছোট৷ অবসর সময়ে তাকে পড়ানোর ভার পেল অভিরূপ৷ স্বাভাবিকভাবেই শিক্ষিত, ভদ্র অভিরূপকে মনে মনে ভালোবেসে ফেলে মালবিকা৷ যদিও বলছি-বলবো করেও বলা হয়ে ওঠে না কোনদিনই৷ শেষে যেদিন ও খবর পেল, ইন্টার্নশিপ পেয়ে অভিরূপ লন্ডনে যাচ্ছে উচ্চতর শিক্ষালাভের জন্য, সেদিন সাহস করে বলেই ফেললো কথাটা৷ সব শুনে অভিরূপ শুধু বলেছিল—"তা হয় না, মালবিকা৷ তোমাদের কাছে আমি ঋণী৷কিন্তু সে ঋণ আমি আর বাড়াতে চাইনা৷" কোন কথা না বলেই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল মালবিকা৷ দিন কয়েকের মধ্যে অভিরূপও উড়ে যান লন্ডনে৷

কিন্তু এর মধ্যেই প্রজাপতি অভিরূপের মনেও রং ছড়াতে শুরু করেছে৷ মালবিকার প্রতি একটা অদ্ভূত আকর্ষণ অনুভব করছে সে৷ আবার ওকে এক কথায় ফিরিয়ে দেওয়ার জন্য অপরাধবোধও কুরে কুরে খাচ্ছে তাকে৷ এরই মধ্যে সে খবর পেল মালবিকা এখন পরিণীতা৷ টেলিগ্রামের কাগজটাকে দুমড়ে টেবিলে ছুঁড়ে ফেলেছিল অভিরূপ এক মুহূর্তেই৷

এরপর কেটে গেছে বেশ কিছু বছর৷ লন্ডনে কিছুকাল প্র্যাকটিস করে সে ফিরে এসেছে কলকাতায়৷ নিউরো-সার্জেন হিসেবে যথেষ্ট নাম-ডাক তার৷ কিন্তু তবু কীসের যেন যন্ত্রণা এখনও দগ্ধ করে অবিবাহিত ড. অভিরূপ সরকারকে৷ হঠাৎ একদিন খবর পেলেন পাভলভ মানসিক হাসপাতালের এক পেসেন্ট নাকি পড়ে গিয়ে ভয়ানক ব্রেন-ইনজুরি বাঁধিয়ে বসেছেন৷ তিনি একবার অবশ্যই যেন পেসেন্টটিকে অ্যাটেন্ড করেন৷ আর তাই আজ তিনি পাভলভে৷

—"কী হল,স্যার?"
—"হুম,না,কিছু না৷ চলো, পেসেন্টটাকে সুস্থ করতেই হবে"
ড. অভিরূপ সরকার নতুন উৎসাহে এগোলেন সামনের দিকে, যেন আবার এক নতুন শুরুর উদ্দেশ্যে৷
==================================================================================


 










নির্মলেন্দু কুণ্ডু
বহরমপুর,মুর্শিদাবাদ


 



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক