সোনালী মন্ডল আইচ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সোনালী মন্ডল আইচ


মৃতের সাথে 

দীর্ঘ ভীষন তুফানী
অন্ধকার টপকে যেতেই
রাশি নক্ষত্রের হাতছানিতে
পাঁজরের হাড়ে লাফালাফি

কিন্তু কথা ছিলো
যতটা কাছে ডাকবে
ততটাই যেতে হবে

গোলা ভরা স্বপ্নে
পাকা রঙ ধরবে
মাথা হবে নীচ

টকটকে লাল সিঁদুর
কপাল থেকে ছড়াবে
সমস্ত শরীরে অ্যালার্জি  

এখনও চিহ্নিতকরণ বাকি
চারচাকা বা চারকাঁধে ওঠো
তারপর নেক্রোফিলিক ডোম...
     ====০০০====

















©সোনালী মণ্ডল আইচ
যাদবপুর, কলকাতা

No comments:

Post a Comment