মানস সবুজ নিয়োগী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

মানস সবুজ নিয়োগী

     ব্যাটারি



  ঘড়ির কাঁটার মতো
  ছুটন্ত উন্মাদ হলে
  একপেট ব্যাটারি খেয়ে নিই ৷

  প্রেম ছিঁড়ে গেলে যাদের কান্না পায়,
  চামড়ার বিবর্ণ রঙের মতো 
  খামের বুকে জমে যায় অশ্রাব্য পাঁক—
  ব্যাটারি খেতে বলি তাদের ৷

  তুমি তড়িৎহীন হলে
  ঘুমের ভেতর সাদা হতে থাকে ঠোঁট !
  ভয় করে...

  ব্যাঙ খাওয়া সাপের পেটের মতো
  অভিমান ফুলে উঠলে
  ফোন কেটে দিয়ে
  আঙুলের আগায় ধ্বনিত হোক স্ল্যাং—

  আমার গোপনবাক্সে...
  ====০০০====
  —মানস সবুজ নিয়োগী, বাঁকুড়া

No comments:

Post a Comment