পিয়ালী সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

পিয়ালী সাহা


       একটা সকাল

কোন এক মেঠোপথে হাঁটতে হাঁটতে যদি দেখা হয়
পারবে একটা সুন্দর সকাল মোড়ক খুলে দিতে?

যেখানে কোনো রক্ত নেই, খুন নেই, ধর্ষিতার চিৎকার নেই

কিংবা আজান আর শাঁখের আওয়াজে বাঁধা একটা সন্ধ্যে

যেখানে ফুটপাথের  বাচ্ছাটা আমার বাচ্ছার মত দুলে দুলে পড়বে উই শ্যাল ওভার কাম

তারপর দুধ রুটি খেয়ে ঘুমিয়ে পড়বে রূপকথার গল্প শুনতে শুনতে

সত্যিই কি পারো না দিতে?

আজও বিশ্বাস করি অঙ্গীকারে
বিশ্বাস করি কথা রাখায় 

****************************





পিয়ালী সাহা, নাগপুর, মহারাষ্ট্র


No comments:

Post a Comment