সন্দীপ ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সন্দীপ ভট্টাচার্য


    স্বপ্ন



একটা স্বপ্ন গোধূলি মুখে
ঘরে ফেরার গান
মন চুয়ান ছটফটানি
তৃষ্ণা কাতর প্রাণ

একটা স্বপ্ন আকাশগঙ্গা
হাজার তারার ভিড়ে
খুঁজে পাওয়া সুখের আগুন
স্বপ্নজালের সুরে

একটা স্বপ্ন রাতজাগা ভোর
উপচে পরা প্রেম
শরীর জুড়ে গল্প লেখা
রাই এর পরশ হেম

একটা স্বপ্ন নকশীকাঁথায়
ঝড়া প্রাণের কথা
পাথর বুকে জমে থাকা
কাশের পেলবতা

হাজার স্বপ্ন ঘিরে আমার
ইচ্ছে তোমায় পাওয়া
হৃদয় নদী পাহাড় প্রেমের
গহীন বনের হাওয়া
****************
















সন্দীপ ভট্টাচার্য
মুম্বাই, মহারাষ্ট্র

No comments:

Post a Comment