তমোঘ্ন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

তমোঘ্ন নস্কর

     উত্তরণের আলো



  চলো মেঘ আমরা বন্য হয়ে যাই
  হাতে হাত রেখে পালিয়ে ফিরি
  ক্লান্ত চোখের সীমানা পেরিয়ে
 এক বুক জল খাই।


  কষ্টের ফেনা গায়ে মেখে
  সাঁওতাল পরগনায় মহুয়া হয়ে ফুটি
  জ্ঞানের আলো হয়ে ঢুকে পড়ি
  শ্যাওলা ধরা নিরক্ষরের সুখে।


    রাশি রাশি অস্থিরতা
   গদ্যের আলপথে পৃথিবী
   ধ্বংস হয়ে যাক সব
   মিশে থাক আদিম যত
   ধরণীর ঘাস, ফুল, পাতা...

======০০০=====


  ©তমোঘ্ন নস্কর
  দঃ বারাসাত, দঃ ২৪ পরগনা



No comments:

Post a Comment