জয়ন্ত দত্তর কবিতা ও অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

জয়ন্ত দত্তর কবিতা ও অণুগল্প


শিকারি

------------

সেই কবে থেকে ছিপ ফেলে বসে
রুই-কাতলা-পোনা   না   জুটুক
নিয়ম করে বসা  ছাড়িনি ....

রঙিন স্বপ্নেরা ঘুরে ফেরে ছিপের আশেপাশে
প্রতিদিন জল ছেঁচে জীবন নিয়ে ঘরে ফিরি
 ======ooo======


বৃত্তেরবাইরে   (অণুগল্প)
#################

রোজকার জীবনে গন্ডি টানা ছিল ভদ্রলোকটির। গন্ডির ভিতর ছেলে-মেয়ে-বউ ছাড়া ছিল স্বল্প কিছু পরিচিত জন। মেয়ের বিয়ে হয় প্রবাসে। ছেলেও চাকরি সূত্রে বিদেশে
অবসরের পর ভদ্রলোক আবিষ্কার করেন, বৃত্তের কেন্দ্র বলয়ে তিনি ভীষণ একা। বাড়িতে বউ অসুস্থ। পাড়াতেও সমবয়সী লোকের অভাব। অফিসের কলিগরাও দূরে সরে গেছেন নানা অজুহাতে
রাস্তায় যেতে আসতে প্রায়শই চোখে পড়ে কিছু মানুষের তাস খেলার দিকে। ভীষণ আনমনা হয়ে চেয়ে থাকেন। রাস্তায় যেতে আসতে মানুষগুলোর দিকে ভাল করে চেয়েই দেখেননি এতদিন। অথচ মানুষগুলি কি ভীষণ ভাবে ব্যস্ত রয়েছেন প্রতিনিয়ত। কেউ ব্যাগ কাঁধে চলেছে পার্টি অফিসের দিকে। কেউ আবার পুজো-অর্চনায় ব্যস্ত। হাতে ফুলের মালা নিয়ে চলেছেন মন্দিরের দিকে
তার আর কিছুই করা হয় না। অথচ কী ভীষণ ব্যস্ততা চারিদিকে। বড় বেশি দেরি হয়ে গেছে ---এই ভেবে লোকটি এই প্রথম বৃত্তের বাইরে পা রাখলো!!
===========oooo===========
                                
জয়ন্ত দত্ত
21/157,এডিসন রোড
দুর্গাপুর -5,বর্ধমান পশ্চিম

No comments:

Post a Comment