প্রণব কুমার চক্রবর্তীর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

প্রণব কুমার চক্রবর্তীর দুটি কবিতা


স্বপ্নমালা ট্রেন


স্টেশনে দাঁড়িয়ে সব যাত্রীরা

বড্ড দেরি হয়ে গেছে একটানা বৃষ্টিতে
তাই ,
তিরবেগে ছুটে আসছে সেই স্বপ্নমালা ট্রেন

সময়ের মানচিত্রে ছড়িয়ে রয়েছে
সব টুকরো টুকরো অবজ্ঞা আর                                   
                 অপমানগুলো
বড্ড ছোঁয়াচে
বড্ড হিংস্র
ভালবাসার অভিসারে সেই সব
                       ব্যথার কথা মনে পড়তেই
যদি কিছু করে বসে ?

কিছু অশালীনতা ?
কিছু গর্হিত অপরাধ ?

সবটাই এলোমেলো হলে 
                            ফের বৃষ্টি নামবে
ধূয়ে যাবে সব

মাটির আকাশে ডানা মেলে উড়বে
                       নোতুন উড়ান স্বপ্নের রামধনু


স্বপ্ন পাখি


তবে তাই হোক
এসো ঝেরে ফেলি ব্যার্থতার শুকনো কলিগুলো
অশ্রুভেজা
ঊষর ধূসর মাটির বুকে
                     ভালবাসার লাঙল চালিয়ে 
ছড়িয়ে দেবো
ইচ্ছের সব বীজগুলো 
আরোও একবার
ভাবনায় এবং মননে বিকশিত হবে
                       পুরাতন মানবতা
নোতুন রূপে
নোতুন আঙ্গিকে

আনন্দের আগাম প্রস্তুতিতে
এসো
হাত লাগাই
অন্ধকারকে টেনে ছিঁড়ে 
                           খান খান করি
 *************************









প্রণব কুমার চক্রবর্তী
স্বামী শিবানন্দ রোড, চৌধুরীপাড়া,
বারাসাত, কলকাতা-১২৪

No comments:

Post a Comment