অমিত পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

অমিত পাল

আশা



দিন ফুরোলে আসবে কোথাও রাত

রাতের শেষে আবার ফেরে দিন…

চেনা মানুষ, অচেনা তার হাত

জড়িয়ে যাওয়া মিথ্যে কিছু ঋণ।


হঠাৎ যদি বদলে যেতে চায়

মুখগুলি। সব পালটে যাওয়ার ছল;

এলোমলো দিন তো নিরুপায়

তখন প’রে কি থাকে সম্বল?


মিথ্যে তখন আমি এবং তুমি

প্রতিবেশী কিম্বা চেনা লোক।

পায়ের নিচে লোপাট স্বদেশভূমি

শীতলতায় জুড়িয়ে থাকা চোখ।


আগুন খোঁজে ইতিহাসের পাতা

শিশির জমা হিম ছড়ানো রাতে।

হাতের পরশ তখন শুধুই ত্রাতা

তোমার আমার বানানো সংঘাতে।


আর ততদিন খুঁজতে থাকি আমি

শীতের রাতের মরমী উত্তাপ।

যেমন আজও স্মৃতি অতীতগামী

অন্ধকারে একাই দিচ্ছে ঝাঁপ।


রাত ফুরোলে ফুটবে আবার আলো

হাতের মুঠোয় বাঁচিয়ে রাখা ওমে।

পথ ব’লে যায় আগামী জমকালো

যতই থাকুক বিষন্নতা জমে।


________________________


নামঃ অমিত পাল
পেশাঃ শিক্ষকতা
পোঃ দেবীনগর, রায়গঞ্জ
জেলাঃ উত্তর দিনাজপুর

No comments:

Post a Comment