সুচেতা রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সুচেতা রায়ের কবিতা


প্রেমিক


 

তোমাকে ভালবাসতে...বাসতে
তোমার ভালোবাসাদেরও ভালোবেসে ফেলি
বিলি কেটে বেড়ে দি ধোঁয়া ওঠা ভাত
একে একে বেরিয়ে পড়ে প্রেমিক ও ভালথাকা
কারো হাতে রঙিন জলতুলি
       কেউ কাঁধে কবিতার ঝোলা
কারো পায়ে ট্রাভেলার জুতো
       কেউ বা নিয়েছে সাধক তানপুরা

আর গড়ে ওঠে আমার নিজস্বী সংসার

তোমার আরও কিছু ভালোবাসা থাকলে
ভালো হতো, তাদের জন্য বানাতাম
অভিমানী কোনো খেলা – আলোকচিত্র
পেত আমাদের হাতের ওপর হাত

গভীররাতে ফিরে আসে সমস্ত ভালোবাসা
বাউলের মেলার মতো চঞ্চল হয়ে ওঠে ঘর
আমি একত্রিত তুমিতে মগ্ন হয়ে পড়ি
ঘুমন্ত তোমার জন্য এঁকে দি, নতুন বেঁচে থাকা
 ============০০০০============


Sucheta Roy, 
90, Sarat Bose Road, 
Debjani Park, Kodalia, 
Kolkata -700146

No comments:

Post a Comment