চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

চন্দন মিত্র


ঘুরে দাঁড়ানোর পদ্য 


    

শুদ্ধ পঙক্তি ফোটাব কীভাবে ধর্মাবতার 
আপনাদেরই স্বহস্তে গড়া এই যে ভাগাড় 
এখান থেকেই ধুলোমাখা যত ন্যাংটো শব্দ
কর্ণপটহ কর্নিয়া ছিঁড়ে ঢুকছে মাথায় 
কামড় মারছে ক্লিষ্ট হচ্ছি তবুও স্তব্ধ 
থাকতে চাইছি অভ্যাস ভুলে অনোন্যপায় 
পরিচয় নিতে পাড়ার আকাশে উড়ছে যারা 
তাদের ঠোঁটে বা নখের ডগায় হতে বাঁটোয়ারা 
কে চায় বলুন 

অথচ দেখুন 
সে পথেও কিছু মানুষ হাঁটছে নির্ভীকতায় 
একথা শেখাই শব্দগুলিকে 
বলি --- আয় তোরা কপাল ফাটিয়ে দুই চোখ ফুঁড়ে 
শেখ ধারাপাত বর্ণশিক্ষা শল্যবিদ্যা 
ধুলো ঝেড়ে উঠে টান টান হয়ে দাঁড়া সব ঘুরে ...
======০০০======
















চন্দন মিত্র, ডায়মন্ড হারবার

No comments:

Post a Comment