সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়



।।আলোবিম্ব।।

 

তুমি বলেছিলে-শোনো কৌনিক দূরত্বে আমি এক
আলোবিম্ব।
যতবার ওই বিম্বটুকু পেরিয়ে যেতে চেয়েছি
ততবার উড়নি মেঘের পাতলা ওড়না ঢেকে
দিয়েছে কৌনিক দুরত্বে থাকা আমার চোখ।
আমি,আগুন আর জলের পারম্পর্যে হারানো
অতীত থেকে তুলে আনতে চেয়েছিলাম
অনাহার, তাচ্ছিল্য, বন্ধুবেশী শত্রুর মুখোশ...

তুমি বলছিলে- স্বপ্নবিলাসীরা ভালোবাসতে
জানেনা।তারা কৌনিক দূরত্বকে দীর্ঘতর করে।

সেই থেকে একটা দায়বদ্ধ স্বপ্ন আমাকে আর
ঘুমাতে দেয় না, তাড়িয়ে বেড়ায়।
আজ স্বপ্নের সত্য আমাকে কৌনিক দুরত্ব ঠেলে
পৌঁছে দিয়েছে আলোবিম্বের কাছে।
কাছে এসে দাঁড়াতেই তোমার দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় আমার লালিত স্বপ্ন,
কিভাবে টপকে যাই আলোবিম্ব অথবাএকীভূত হয়ে যাই, মেঘের ওড়না সরিয়ে তোমাতে...

**************************************


Sudipta Bandyopadhyay
7P/1, Ram Road, Sarsuna,
Kolkata- 700061

No comments:

Post a Comment