রুনা দত্তর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

রুনা দত্তর দুটি কবিতা

ইচ্ছেগুলো


    ইচ্ছেগুলো পাহাড় হয়ে জমতে থাকে
   আনাচে কানাচে....
   কখনো বুদবুদ হয়ে মিলিয়ে যায়
   মন -শূন্যতায়....
   আমি পা টিপে টিপে পার হতে চাই 
   দালান কোঠা
   অথচ ঘুরে ঘুরে ফিরে এসে আটকাই
   খোলা জানলায় 
   ভাবি স্বপ্নের ডানায় ভর দিয়ে নিয়ে
   আসবো লাল টুকটুকে ভোর
   কিন্তু রহস্যের গোলকধাঁধায় খুঁজে
   ফিরি ওড়ার আকাশটা
   চারদেয়ালের কুঠুরীতে ডানা ঝাপটাই
   চোখ রাখি লক্ষ্যভেদে
    হয়তো একদিন ফিনিক্স পাখির মতো ঠিক
    ছুঁয়ে দেব ইচ্ছের সীমান্তে।
    
   

   ভালোবাসা


   ভালোবাসা চুপচাপ দাঁড়িয়ে আছে
   নির্নিমেষ চেয়ে আছে ভালোবাসার
   রাজকন্যের মুখে 
  কখন যেন এক আঁজলা আলোর মতো
  মেয়েটির ঠোঁটে নেমে এলো
   এলমেলো চুলগুলো সরিয়ে চুম্বনে ছুঁয়ে 
   দিলো
   আকুল স্পর্শে চোখ মেলে তাকাতেই
  মেয়েটি দেখলো ....
   হাজার হাজার মুগ্ধতায় ফুটছে শাপলা
   পদ্ম শরীর জুড়ে!
  =====০০০========


  
















রুনা দত্ত

No comments:

Post a Comment