Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

মৌমিতা ঘোষালের মুক্তগদ্য ও অণুগল্প

স্বপ্নের ক্যানভাস থেকে


কোনো স্কুলের বাচ্চাদের প্রশ্ন করুন, তোমার স্বপ্ন কি? প্রতিটি বাচ্চাই গড় গড় করে সুর তুলে ডাক্তার - ইঞ্জিনিয়ার - মাস্টার বলবে। বিশ্বাস করুন আমার স্কুলের এই রকম প্রশ্নের উত্তরে আমিও অনেকবার সুর তুলে এইসব বলেছি। বাচ্চাদের দোষ নেই। সেই বয়সে মানুষের মনে কিছু থাকেনা। থাকে একখান সাদা ক্যানভাস। রং তুলির টান তখনও পোক্ত নয়। সব রঙ চিনতেও অনেক দেরি। স্বপ্ন ঘিরে কত গল্প। যেই দু পা এগিয়ে স্বপ্ন পাখার প্রজাপতির পেছনে গেছি অমনি বিজ্ঞান নামের নাক উঁচু লোক বলে, 'ওই সব কিছু না, সবই ওই আনকনসাস মাইন্ডটার ভেলকিবাজী।' তবুও মনে হবে, হোক না। বড্ড মজা। কত রং। তাই দিয়েই ভরে তুলি ক্যানভাস। স্বপ্ন ক্যানভাসের আনাচে কানাচে ঘুরে বেড়ায় কত না স্বপ্নের আমি। কোথাও হয়তো ডাক্তার হয়ে সারিয়ে তুলছি রোগীদের, কোথাও বা পড়াচ্ছি ছাত্রদের, কোথাও দেখি গাছের তলায় বসে আনমনে লিখছি কবিতার ছন্দ, কোথাও আবার তুলির টানে প্রাণ দিচ্ছি কোনো এক মোনালিশাকে..... কত রূপে আমি..... স্বপ্নের বাগানে ওড়ে কত না রঙের প্রজাপতিরা। তাদের ডানা ছুঁয়ে ছুঁয়ে দেখি, রঙ আলতো হয়ে ছাপ ছেড়ে যায় আঙুলের ভাঁজে। তারপর সকাল আসে, জীবনের কঠিন দণ্ড মাথায় ছুঁয়ে বলে, চল বাস্তবের পথে। যার ছোটো বেলার স্বপ্ন ছিল, ডাক্তার হবে, হয়তো আজ তার কেরানীর জীবন যাপন। আমার এক মাস্টারমশাই ক্লাসের ফাঁকে একদিন বলেছিলেন, 'স্বপ্ন দেখা বড় ব্যাপার, সত্যি অনেক কিছুই হয়না, তাই বলে কি স্বপ্ন দেখব না তা বললে তো হয়না' হয়তো আজ সেই লাখ টাকার স্বপ্ন আজ পূরণ হয়নি, কিন্তু সে কি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে! একদম না। সে আজ স্বপ্ন দেখে তার জীবন ঘিরে, বাস্তবের বাইরে। রূপ পাল্টেছে স্বপ্নেরা। তবুও স্বপ্নের অলিতে গলিতে তার রোজ আনাগোনা
************************

                         অণুগল্প

দিক বদল


আনমনে দেয়ালে লিখেই চলেছে অশোক। ছোট, আধভাঙ্গা খড়িটা কেউ একটা এনে দিয়েছিল। সেটুকুই সম্বল। ধীরে ধীরে সাবধানে লিখেছিল লাইনগুলো। এখন সে অনেকটাই শান্ত। কাল রাত্রে করা তান্ডবের লেশমাত্র নেই চোখে মুখে। মাথাটা একটু ঠোকা খেয়েছে বোধহয়, কেমন যেন একটু নীলচে রক্ত জমা দাগ
--আগেই বলেছিলাম মিস্টার দাস। অশোক যেকোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে যেতে পারে যে কোনো সময় সামলানো মুশকিল হয়ে যাবে। আফটার অল আপনাকে তো মেনে নিতেই হবে অশোক একজন মানসিক রোগী
--কিন্তু কিন্তু সব সময় এরকমটা করে না। কালই....
-- না। এইরকম পেসেন্ট মাঝে মাঝেই....
--তাহলে কি অশোক ভালো হবে না আর?
--হয়তো আপনার আমার কাছে যেটা ভালো হওয়া সেটা হয়তো অশোক হতেই চায়নি কোনোদিন
--মানে?
--দেখুন। একমাত্র ছেলের এই অবস্থায় আপনিও কিন্তু দায়ী। আর আমার মনে হয় আপনি সেটা জানেন
--কবিতার ভূত চেপেছিল মাথায়। শান দেয়া মাথা ছিল আমার ছেলের। কি করতাম বলুন! ভবিষ্যত ভেবেই চাপ দিতাম পড়ার জন্য। স্বপ্ন ছিল ওর কবিতার বই বেরোবে একদিন। অনেক কবিতা লিখবে সে। কোনো স্বপ্নই পূর্ণ হলো না। না ওর, না আমার! 
--আমার তো মনে হয় ওর স্বপ্নেরা নতুন দিক বদল করে অন্য দিকে খুঁজে নিয়েছে তাদের আস্তানা। দেখুন...
অশোকের আশেপাশে তখনও মন নেই। এক মনে তখনও লিখেই যাচ্ছে দেয়ালে.....
'তুই আমার আকাশের সূর্য্যি হবি,
আমি হব তোর ধ্রুব তারা....'
************************
















Moumita Ghoshal

M. G. Road,  
Thakurpukur 
Kolkata



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩