পীযূষকান্তি পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

পীযূষকান্তি পণ্ডিত

চলতে হবে



চলতে হবে চলতে হবে চলতে হবে


যতদূর এই মাটির ঋণ ছড়িয়ে আছে
যতদূর এই জলের ঋণ জড়িয়ে আছে
যতদূর এই প্রশ্ন- সুদিন আসবে কবে?


চলতে হবে চলতে হবে চলতে হবে


জোতদার আর মহাজনি লুঠতরাজে
যতদূর আজ ক্ষুধার্ত শিশুর কান্না বাজে
না’হলে আর বেঁচে থাকা কি গৌরবে


চলতে হবে চলতে হবে চলতে হবে


বন্ধ্যা জমিকে সবুজ করে এই যে হাত
পাথর ফাটিয়ে ঝর্ণাধারা, এই যে হাত
সেই হাত আজ বেঁচে থাকার অস্ত্র হবে


চলতে হবে চলতে হবে চলতে হবে


রুক্ষ মাটির আদরে লালিত এই যে পা
প্রবল দর্পে পথকে কাঁপায় এই যে পা
সেই পা আজ উঠুক সেজে রক্তক্ষতর সুবৈভবে


চলতে হবে চলতে হবে


ধিকিধিকি মরার চেয়ে পথে নামো
পথেই নয় ক্লান্ত দেহ লুটিয়ে যাবে
রক্তচোষার নাগাল থেকে আরো দূরে


পথেই নয় সব রক্ত গড়িয়ে যাবে
মিলতে হবে চলার এই মহোৎসবে

চলতে হবে চলতে হবে চলতে হবে।

==========০০০==========













পীযূষকান্তি পণ্ডিত
আরামবাগ, হুগলি 
 

No comments:

Post a Comment