কোয়েলী ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, April 15, 2018

কোয়েলী ঘোষ


এক নির্মল পৃথিবীর জন্য


ছেলেটা রোজ আসে সমুদ্রের কাছে
তার নীল চোখ আর নীল সমুদ্র মিশে যায়।
বাদামী চুলগুলো হাওয়ায় ওড়ে।
ছেলেটা রোজ আসে আর ভাসে।

একদিন সে এক ভয়ঙ্কর দিন !
দূর থেকে দেখে --ওগুলো কি রুপোলী রঙের ?
ছেলেটা ছুটতে ছুটতে কাছে আসে।
সমুদ্রের যত মাছ পড়ে আছে বালির চরে !
কেমন করে ? কি করে ? ভাবার সময় নেই।
একটা একটা করে মাছ তোলে সে ছোট হাতে।
আর ছুঁড়ে দেয় জলে , মাছেরা প্রাণ ফিরে পায়।
সেই দেখে এক বড় মানুষ শুধায় --এ কি করছ ?
তুমি কি পারবে এই এত এত প্রাণ বাঁচাতে ?
জলভরা চোখে সে বলে --আমি চেষ্টা করছি ,
তুমিও চেষ্টা করো না --যদি বাঁচে ।
বোকা ছেলে --বড় মানুষটি হেসে চলে যায়।

অবিশ্রান্ত ছুটে ছুটে ক্লান্ত ছেলে তবু চায় সবাই বাঁচুক।
কিন্তু একা কি পারবে? কত সময় চলে যায়।
বন্ধুর খোঁজে বন্ধুরা আসে।
তারপর মহা উৎসাহে ওরা অর্ধমৃত মাছ তোলে ,
আর ছুঁড়ে দেয় সাগরের জলে।
সব মাছ কি বেঁচেছিল ?
না, যারা আগেই মরেছিল ,
তারা নয়, তবুও ওরা পেরেছিল।

হে পৃথিবী ! তুমি শিশুর মতো নির্মল হও।


=======০০০=========



 








  কোয়েলী ঘোষ
  ভদ্রকালি, হুগলি 

No comments:

Post a Comment